ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও বিপুল পরিমান চোলাই মদ সহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৪-১২-২১ ১৬:২২:৫১
​রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও বিপুল পরিমান চোলাই মদ সহ মাদক কারবারী গ্রেফতার ​রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও বিপুল পরিমান চোলাই মদ-সহ মাদক কারবারী গ্রেফতার



মাসুদ রানা রাব্বানী: রাজশাহী: রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদ-সহ মোঃ শফিকুল ইসলাম (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ শফিকুল ইসলাম,সে মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।  শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ- পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ অর্থ-সহ মাদক কারবারী শফিকুলকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সাথের এক সহযোগী পলিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রয় করে আসছে। পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বরেও জানান পুলিশের এই কর্মকর্তা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ