বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত
আপডেট সময় :
২০২৪-১২-২১ ১৬:৫০:১৮
বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত
কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে কেক কাটার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠতা এবিএম কামরুজ্জামান মাসুম এর সার্বিক প্রচেষ্টায় তার (মাছুম) আগরপুরের নিজ বাড়ির ছাদে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় সংগঠনের ২ য় বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ পান্নু শিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের প্রতিষ্ঠতা ও সাধারণ সম্পাদক এবিএম কামরুজ্জামান মাসুমের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের ২ য় বর্ষ পূর্তি ও মহান বিজয় দিবস পালিত হয়।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য দেন কে এম সায়েম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ রুহুল আমিন সহ- সভাপতি, মোঃ সাইফুল আলম দেলোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য ফারুক হোসেন মোল্লা,মোঃ আরিফুর রহমান নিটুল প্রমুখ।
এ সময় বক্তারা মহান বিজয় মাসকে শ্রদ্ধার সাথে স্মরন করে ৩০ লক্ষ শহিদদের প্রতি সন্মান প্রদর্শন করে বলেন, ৩০ লক্ষ শহিদদের অর্জিত সম্পদ এই স্বাধীন দেশ বাংলাদেশ। যাদের কারনে আমরা স্বাধীনতা পেয়েছি মনের কথা খুলে বলতে পেরেছি, তাদের স্মরন করতে কষ্ট বোধ করছি আমরা এমনি জাতি আমরা ভাবতে কষ্ট হয়। ৩০ লক্ষ প্রান না দিলে দেশ স্বাধীন হতনা, দেশ স্বাধীন না হলে আমরা মুক্ত মনে কথা বলতে পারতামনা হাটা চলা করতে পারতামনা, পরাধীনতার গ্লানিতে ধুঁকেধুঁকে জীবন কাটাতে হত। এটা ভেবে এই শহিদদের প্রতি বিজয় মাসে প্রত্যেককে যার যার স্হান থেকে সন্মান দেখানো উচিত বলে মনে করেন ন্যায়ের পথে সংগঠনের আয়োজকেরা।
আর এই মহান বিজয়ের দিনে তারা আরো বলেন, আমাদের উদ্যেশ্য মহৎ আমরা মানুষের মাঝে দেয়ার জন্য আসছি নেয়ার জন্য নয়, তাই আমরা যেন পরোপকার করত পারি এই আশাবাদ ব্যাক্ত করেন উপস্থিতিরা। রাতের খাবারে পরিসমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স