উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
শোকবাণী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ ডিসেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ ২০ ডিসেম্বর শুক্রবার অপরাহ্ন ৩:১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আরও বলেন, জনাব হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে তাঁর পেশাগত দায়িত্ব পালন করে গিয়েছেন। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল গুনাহগুলো মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স