ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিপুল পরিমান মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও শীর্ষক ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২১ ০৯:২৪:১১
বিপুল পরিমান মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও শীর্ষক ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিপুল পরিমান মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও শীর্ষক ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
 
 
নিজস্ব প্রতিবেদক :
 
র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতঃ শীর্ষক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী এর চৌকস আভিযানিক দল কর্তৃক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন দেবীগঞ্জ টু কালীগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে ১১২০ ঘটিকার সময় ৮৯০ (আটশত নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতঃ ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ মোমিনুল সরকার (৪০), পিতা-মোঃ ইয়াদ আলী সরকার, সাং-প্রধানাবাদ ঢাকাইয়াপাড়া, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড় কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। সে বহুদিন ধরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী পঞ্চগড় জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করতঃ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ