ইবি প্রতিনিধি:
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কুষ্টিয়া জেলা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নতুন কমিটির কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব বিশ্বাস লিখন এবং যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ ছুম্মা খাতুন।
শনিবার (২১ ডিসেম্বর ) দ্যা হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ ও যশোর আঞ্চলিক সমন্বয়কারী পলাশ আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবং কুষ্টিয়া জেলার সাবেক কো-অর্ডিনেটর সবুজ হোসেনের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম কো-অর্ডিনেটর (ছেলে) মো ফয়সাল হাসান, অর্থ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, গণ যোগাযোগ সম্পাদক মোঃ শামীম রেজা, কর্মশালা সম্পাদক নুসরাত আনিকা অর্পি এবং কার্যনির্বাহি সদস্য হিসেবে বৃষ্টি আক্তার মরিয়ম, নুসরাত জাহান দিশা, তানভীর, ফাতেমাতুজ জোহরা ও মৃদুল রহমান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, 'ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা দীর্ঘ দিন যাবৎ সক্রিয়তার সাথে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় আগামীতে কুষ্টিয়ার ইয়ুথদের সাথে নিয়ে সমাজের জন্য এবং মানুষের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে আমি সর্বোচ্চ কাজ করতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। '
প্রসঙ্গত, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।