ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-২০ ২১:৪৯:৫৫
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল।

 
ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)
 
‎মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে শুক্রবার জুম্মার নামাজের পর সাদপন্থি নিষিদ্ধকরণ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর বুধবার গভীর রাতে টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মাঠে ‎প্যান্ডেল নির্মাণে কর্মরত তাবলীগের আলমী শুরার আলেম উলামা, মাদরাসার ‎শিক্ষার্থী ও মুসল্লীদের উপর ফ্যাসিস্টদের দোসর সাদপন্থি সন্ত্রাসী ও খুনীদের ‎নৃশংস হামলায় ৪ জন নিহত ও সহস্ত্রাধিক নির্মম ভাবে জখম ও আহত হওয়ায় ‎সাদপন্থিদের ‎নিষিদ্ধ করন দ্রুত খুনিদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তিপ্রদান ও সর্বস্তরে তাদের ‎কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন।‎

ধীপুর ইউনিয়নের ইমাম উলামা ও সর্বস্তরের তৌহিদি ‎জনতার স্বতস্ফুর্ত উপস্থিতিতে প্রায় সকল মসজিদ ও মাদরাসা ‎হতে হাজার হাজার মুসল্লিগণ বিভিন্ন মিছিল নিয়ে ও উক্ত দাবীর প্রেক্ষিতে ‎‎স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন। এতে বক্তব্য প্রদান করেন।‎

মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা তাওহীদুল ইসলাম, মুফতী মাসূম ‎বিননূরী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুহসিন, মুফতী আলী আসগার, ‎মাওলানা সা‘দ সাদী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা শিহাব উদ্দীন, ‎মাওলানা ওমর ফারুক, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আশরাফুল ‎ইসলাম, মাওলানা সালমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুবায়ের ‎আহমদ সহ ধীপুর ইউনিয়নের ইমাম উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই ‎ফ্যাসিস্টদের দোসর সাদপন্থি খুনিদের নিষিদ্ধকরণ, গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি ‎প্রদান ও তাদের সর্বোস্তরের কার্জক্রম বন্ধের দাবি জানান।‎





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ