ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাটগাতী ইউনিয়ন পরিষদের পানি উন্নয়নে গুরুতর অনিয়ম


আপডেট সময় : ২০২৪-১২-২০ ২০:২০:০৯
পাটগাতী ইউনিয়ন পরিষদের পানি উন্নয়নে গুরুতর অনিয়ম পাটগাতী ইউনিয়ন পরিষদের পানি উন্নয়নে গুরুতর অনিয়ম
 
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন পরিষদের গ্রামীণ পানি উন্নয়ন সমিতির  ইনডেক অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত  শাহীন বিশ্বাস  ও তাবারক বিশ্বাস এবং হিসাব সহকারী আমজাদের বিরুদ্ধে পানির নতুন সংযোগ দেওয়ার কথা বলে ব্যাপক বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

ইতিপূর্বে যারা লাইনম্যানের দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে লাইনম্যানের দায়িত্ব দেওয়া হয় এদেরকে প্রায় ১৫ থেকে ২০ জন গ্রাহক  অভিযোগ করেন পাটগাতী ইউনিয়ন পরিষদের গ্রামীন পানি সমিতির লাইনে নতুন সংযোগ নাকি ২০০০ টাকা লাগে কিন্তু আমাদের লাইন নিতে ১৪ হাজার টাকা খরচ নিয়েছে পানির লাইনের শাহিন বিশ্বাস ও তাবারক বিশ্বাস।

চর শ্রীরাম কান্দি আকরাম বিশ্বাস বলেন, আমাকে পানির লাইন দিতে টাকা নিয়েছে ১৫০০০  হাজার একই গ্রামের রোজিনা আক্তার বলেন আমাকে ২৫ ফিট লাইন দিতে টাকা নিয়েছে ৮ হাজার নাসির শেখ বলেন,

আমার কাছ থেকে লাইন দিতে টাকা নিয়েছে ১০ হাজার গিমা ডাঙ্গা গ্রামের হাসান মাস্টার বলেন, পাটঘাতী ইউনিয়নের পানির লাইন বাবদ আমার কাছ থেকে টাকা নিয়েছে ৬১০০ এমনভাবে পাটগাদি ইউনিয়নেরপানির লাইনের সংযোগ দিতে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অনৈতিকভাবে বাণিজ্য করছে শাহীন বিশ্বাস তাবারক বিশ্বাস ইমরান ও হিসাব সহকারি আমজাদের নেতৃত্বে এই বাণিজ্য গুলো এই বাণিজ্য গুলো চালিয়ে যাচ্ছে এ বিষয়ে লাইনম্যান শাহীন বিশ্বাসের  সাথে কথা বললে

তিনি জানান, আমি ৮ থেকে ১০ টা লাইন দিয়েছি  ৮ হাজার টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত নিয়েছি হিসাব সহকারী আমজাদ বলেন আমি এ বিষয়ে তাদেরকে শুনে এবারের মত না করে দিয়েছি নাআমি এ বিষয়ে তাদেরকে শুনে এবারের মতো না করে দিয়েছি আর টাকা লেনদেনের সঙ্গে আমি জড়িত না লাইনম্যান তাবারক বিশ্বাস ও বাল্ব অপারেটর  ইমরান এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গ্রামীণ পানি উন্নয়ন সমিতির সভাপতি ও পাটগাতিইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  সুভাষ বাবুর সাথে কথা বললে, তিনি বলেন বিগত চেয়ারম্যান থাকাকালীন  এরকম বাণিজ্য হয়েছে আমরা বিষয়টি জানতে পেরে গ্রামীণ পানি সমিতির কর্মচারীদের কে জানিয়ে দিয়েছি  ভবিষ্যতে এরকম অনৈতিক বাণিজ্য করলে  কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ