ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন


আপডেট সময় : ২০২৪-১২-২০ ১৯:৫১:২৮
কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন কাউখালীতে শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার চ্যাম্পিয়ন

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে প্রগতি স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাজার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগের ভিতরে ব্যতিক্রমধর্মী আয়োজন ফ্ল্যাইডলাইটের মাধ্যমে রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ দল নিয়ে টানা ১০ দিন নাইট ফুটবল টুর্নামেন্টে, ফাইনালে আতশবাজি সো ও গানের কনসার্ট অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় দক্ষিণ বাজার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনাকুর সমাজকল্যাণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সোনাকুর ক্লাবের রাসেল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সোনাকুর ক্লাবের মাহিন ও সেরা গোলদাতা হয়েছেন কেউন্দিয়ার রাতুল। খেলা পরিচালনা করেন, রফিকুল ইসলাম রফিক, মারুফুর রহমান রাজু ও মোঃ রাশেদুজ্জামান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী প্রগতি ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রগতি ক্লাবের প্রধান উপদেষ্টা কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন প্রগতি ক্লাবের সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও টুর্নামেন্টের আহবায়ক সাইদুল হাসান সান্টু।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ