ক্যান্টনমেন্ট থানায় সহযোগী সদস্য ও রামপুরায় কর্মী সম্মেলন আগস্ট বিপ্লবীদের জাতীয় বীবের মর্যাদায় অভিষিক্ত করতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন।
ক্যান্টনমেন্ট থানায় সহযোগী সদস্য ও রামপুরায় কর্মী সম্মেলন আগস্ট বিপ্লবীদের জাতীয় বীবের মর্যাদায় অভিষিক্ত করতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক
আমাদের শিশু, কিশোর, যুবক; আবাল-বৃদ্ধ-বনিতার যুগপৎ বিপ্লব ও ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে পদার্পন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ সকাল ৮.৩০টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্তরে ক্যান্টনমেন্ট থানা জামায়াত আয়োজিত এক সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আব্দুস ছাকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল কবিরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াছিন আরাফাত ও গুলশান জোনের সহকারি পরিচালক হেদায়াতুল্লাহ। বক্তব্য রাখেন গুলশান পূর্ব থানা আমীর জিল্লুর রহমান, বনানী থানা আমীর মিজানুর রহমান খান ও ভাষানটেক থানা আমীর ডা. আহসান হাবীব প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, ৫৩ বছর অতিক্রান্ত হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। ক্ষমতাসীনদের ধারাবাহিক ব্যর্থতার কারণেই দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, সুদ, ঘুষ, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে দেশ একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। তারা জনগণের ভোট নিয়ে ছলে, বলে ও কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজী, টেন্ডারবাজী ও চাঁদাবাজী করেছে। বিষয়টি আমাদের নতুন প্রজন্ম যথাযথভাবে উপলব্ধি করার কারণেই তারা এসবের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামের নতুন ধারার আন্দোলন সৃষ্টি করেছিল। এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল দেশের ১৮ কোটি মানুষ। সে আন্দোলনের ভিত্তিতেই সফল বিপ্লব সাধিত হয়েছিল ৫ আগস্ট। তাই এই অর্জিত বিজয়কে অর্থবহ ও স্থায়িত্ব প্রদান করতে দলমত নির্বিশেষে সকলকে এক্যবদ্ধ হতে হবে। তিনি আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।তিনি বলেন, পতিত শাসকগোষ্ঠী দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। দেশে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব এবং বেকারত্ব একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মেধার অবমূল্যায়নের কারণে দেশ থেকে অবলীলায় মেধা পাচার হয়েছে। আমাদের মেধাবী সন্তানদের মেধা বহির্বিশ্বে সার্থকভাবেই কাজে লাগানো হচ্ছে। পক্ষান্তরে দুর্নীতিবাজ ও লুটেরারা দেশ থেকে অবলীলায় অর্থপাচার করে জাতীয় অর্থনীতিতে ফোকলা করে দিয়েছে। তারা নতুন প্রজন্মের মেধার মূল্যায়নের পরিবর্তে হাতে মদ, ইয়াবা ও অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধবংসের মুখে ঠেলে দিয়েছে। দেশের শ্রমিক সমাজ জাতীয় উন্নয়নের চালিকা শক্তি হলেও তাদের কোন মূল্যায়ন করা হয়নি। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সুব্যবস্থা নেই। অর্থভাবে তারা সন্তানদের লেখাপড়াও করাতে পারে না। তাই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ক্ষুধা, দারিদ্র মুক্ত ও জ্ঞানভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
রামপুরায় কর্মী সম্মেলন
আজ রামপুরা থানা উত্তর জামায়াতের উদ্যোগে রাজধানীর বনশ্রী বি-সি এভিনিউ রোডে এক কর্মী সম্মেলন বিকাল ৩টায় অনুর্ষ্ঠিত হয়। থানা আমীর ফজলে আহমেদ ফজলুর সভাপতিত্বে এবং নায়েবে আমীর ভিপি শাহাবুদ্দিন এর পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ। বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন,আব্দুস সবুর ফরহাদ,শিবির নেতা ইমাম হোসাইন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স