ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৪-১২-২০ ১৯:২৮:০৩
কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



রফিকুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় হাজী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাব হোসেন আলকা। সাধারণ সম্পাদক মোঃ লাখনুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মোঃ আক্তারুজ্জামান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এম মুহসীন আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনামুল হক, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহঃ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহঃ সভাপতি মোঃ হাসান রুহানী সুমন, হাজী মমতাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শহর নেতৃবৃন্দের মধ্যে আবু নাঈম, সাহাবুল ইসলাম, আলমগীর হোসেন, আজগর আলী, আব্দুর রহিম এবং ওয়ার্ড সভাপতিদের মধ্যে মিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, খাইরুল ইসলাম লিটু, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আলাল প্রমুখ। সম্মেলনে মোঃ লাখনুর রহমান বান্নাকে সভাপতি করে শহর কমিটি ঘোষণা করা হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ