রাঙ্গাবালীতে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১২-১৯ ২২:৩৩:৩৯
রাঙ্গাবালীতে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মো. কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী পটুয়াখালী
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারাদেশে চলছে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এরই অংশ হিসেবে ১৯ ডিসেম্বর ( বৃহস্পতিবার) বিকালে রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের পুলঘাট বাজারে অনুষ্ঠিত হয় একটি কৃষক সমাবেশ।
রাঙ্গাবালী দক্ষিন ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব তরিকুল ইসলাম ইভান, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি, আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আহাত মুনিজ, রাঙ্গাবালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর খলিফা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল ইমরান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ মুন্সি, দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাত হোসেন মির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল প্যাদা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত সমাবেশে কেন্দ্র ঘোষিত লিখিত বক্তব্য পাট করে শুনান জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু
সমাবেশে বক্তারা বলেন, আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর অধিকার আদায়ে, বীজের সঠিক মূল্য নির্ধারণ,,বিনামূল্যে সরকারি বীজ সহায়তা ও কৃষকদের সকল প্রকার সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স