ঢাকা , মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আলেমদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে দ্বীন প্রতিষ্ঠায় : সেলিম উদ্দিন

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৪-১২-১৯ ১৩:০২:৫২
আলেমদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে দ্বীন প্রতিষ্ঠায় : সেলিম উদ্দিন আলেমদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে দ্বীন প্রতিষ্ঠায় : সেলিম উদ্দিন


বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,
মানুষের তৈরি আইন মানুষের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। তাই দেশে অহীর বিধান প্রতিষ্ঠার জন্য আলেম সমাজকে ছোটখাট মতপার্থক্য ভুলে এক দফায় ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নায়েবে নবীর ভূমিকা পালনে দেশের আলেম সমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম ছাড়া কোনো দ্বীন বা মতবাদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ জামায়াতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে কোরআন-সুন্নাহ। আমরা নিজেরাও কোরআন-সুন্নাহর আলোকেই চলবো। ইনশাআল্লাহ। এ কাজকে সহজ হতে সহজতর করার জন্য আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত, দেশে ইসলামবিরোধী কার্যক্রমের সয়লাব হয়ে গেছে। বাতিল শক্তি আগে তুলনায় অনেক পরাক্রমী। তাই আলেম সমাজ হক্ব ও বাতিল শনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে জাহেলী আদর্শে আহ্বানকে মানুষকে বিপথগামী করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার রাজধানীর পূর্নিমা মিলনায়তনে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও গুলশান থানা আমির জিল্লুর রহমান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দ্বীনে হক্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আমাদের প্রত্যেকের ওপরই ফরজ। নবী-রাসূলরাও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। দেশের আলেম সমাজ দাওয়াত-তাবলীগ, লেখনী, সেমিনার-সিম্পোজিয়াম ও ওয়াজ মাহফিলসহ নানাবিধভাবে দ্বীনের কাজে সে দায়িত্ব পালনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে অন্যায়-অনাচার, জেনা-ব্যভিচার, অশ্লীলতা- বেহায়াপনা, সুদ-ঘুষ, অনিয়ম-দুর্নীতি-সহ কোনো ধরনের অপরাধ কমেনি বরং আগের তুলনায় বেড়েছে। কারণ, দেশের আলেম সমাজ ক্ষমতার নেতৃস্থানীয় পর্যায়ে না থাকার কারণেই সমাজ জীবনে তার উল্লেখযোগ্য কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তাই দেশ ও জাতিকে সুখী-সমৃদ্ধ, অপরাধ, অপশাসন-দুঃশাসন মুক্ত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে। তিনি দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ