আটোয়ারীতে চায়ের দোকানের আগুনে পুড়ল মসজিদ ঘর
আটোয়ারীতে চায়ের দোকানের আগুনে পুড়ল মসজিদ ঘর
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে চায়ের দোকানের আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে দোকান সংলগ্ন একটি মসজিদ সহ আরো পাঁচটি দোকান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার ধামোর হাটে ওই আগুনের ঘটনাটি ঘটে।
জানা স্থানীয়রা জানান, রাত সাড়ে দশটার দিকে বাজারে সকলে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। মসজিদের সাথেই দুই-তিনটা চায়ের দোকান ছিল৷ তারমধ্যে একটি দোকানের চায়ের চুলাটা ছিল মসজিদের দেয়ালের প্রায় কাছাকাছি। ধারণা করা হচ্ছে, দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে চুলার আগুনের মাধ্যমে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে সেখানেই আগুনের সূত্রপাতের মাধ্যমে চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা
এনিয়ে ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল জানান, গতকাল রাতে আগুনের ঘটনা শুনে আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হই। গিয়ে দেখি মসজিদ সহ কয়েকটা দোকান ঘরে দাঊ দাঊ করে আগুন জ্বলছে। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদ ও দোকান ঘর পুড়ে যাওয়া সহ প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ওই মসজিদের এক মুসল্লী জানান, আমরা এখানে নিয়মিত নামাজ আদায় করি। মসজিদে আগুন লাগার কারণে এখন নামাজ আদায় করতে আমাদের অনেক সমস্যা হবে। আল্লাহ ঘর মসজিদে আগুন লাগায় আমরা অনেক কষ্ট পেয়েছি। যদি সরকারের পক্ষ থেকে মসজিদের জন্য আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে মসজিদটি ঠিকঠাক করে আবারো সুন্দর ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারব৷
নিউজটি আপডেট করেছেন : ba@news
কমেন্ট বক্স