কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিzz:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের প্রস্তাবিত চরবাশুরী আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি উদ্ধৃতকরুন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, মারুফ মাঝি প্রমুখ।
উল্লেখ্য ওই এলাকায় কোন সরকারি কিংবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অত্র এলাকায় ১৪৪টি আশ্রয়ন প্রকল্পের এবং অন্যান্য মিলিয়ে ২৫০ টি পরিবার রয়েছে। আশা করি অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত হবে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এই বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা সহ এলাকার আশেপাশের কোমলমতি শিশুরা শিক্ষার সুযোগ পাবে।