ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৪-১২-১৯ ১০:৩৭:১৬
গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে পুর্ব চর-সরিকলে হিন্দু মুসলিম ঐক্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকল ইউনিয়নের পূর্বচরসরিকলে গতকাল ১৮ ডিসেম্বর বুধবার সন্ধায় হিন্দু মুসলিম ঐক্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইচ এম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির সরিকল ইউনিয়ন উপদেষ্টা আব্দুর রব হাওলাদার, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মৃধা "আহ্বায়ক" শরিকল ইউনিয়ন বিএনপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান (বাসার) "সদস্য"সচিব সরিকল ইউনিয়ন বিএনপি। 

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি মোঃ রক্তনালী শিকদার, মোঃ দুলাল শিকদার, মোঃ সালাউদ্দিন নিপু, মোঃ মজিবর শিকদার, যুবদলের মোঃ মাইন উদ্দিন হাং, আমিনুল ইসলাম মুরাদ, অলিউল প্যাদা, মোঃ রিয়াজ শিকদার, স্বেচ্ছাসেবক মেহেদী হাচান (জনি) ছাত্র দল আবির হোসেন সিয়াম, মোঃ ইমন, মোঃ রায়হান মোঃ রিয়াদ মোঃ ওয়াহিদুজ্জামান মোঃ তরুন প্যাদা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পুর্ব চর সরিকলের সনাতন ধর্মমম্বলীর বিশিষ্ট জন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই। এদের মধ্য কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। কেউ যদি বিভেদ সৃষ্টি করার চিন্তে করেন তাকে কঠিন হস্তে দমন করবেন তারা। ধর্ম নিয়ে নিয়ে ভ্রাতিত্বের বন্ধনকে ছিন্ন করা যাবেনা। সভার উপরে মানবজাতি এ কথাটা স্মরন রাখতে হবে। মানব ধর্মই পরম ধর্ম। আমরা একে অন্যের পরিপুরক হয়ে কাজ করবো। এমনটাই ব্যাক্ত করেন তারা।



 

নিউজটি আপডেট করেছেন : ba@news

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ