কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 'বই-বিহঙ্গ' এর যাত্রা
আপডেট সময় :
২০২৪-১২-১৮ ২৩:১২:০৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 'বই-বিহঙ্গ' এর যাত্রা
কুবি প্রতিনিধি :
পাঠকের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং প্রযুক্তিনির্ভর বর্তমান তরুণ প্রজন্মকে বইমুখী করার উদ্দেশ্যে “বই-বিহঙ্গ কুমিল্লা বিশ্ববিদ্যালয়” শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে কেক কেটে উদ্বোধন করা হয়।
বই-বিহঙ্গ মূলত বিনা-মূল্য শিক্ষার্থীদের বই দিয়ে থাকে এবং পাঠকের পড়া শেষ হলে তারাই বই সংগ্রহ করে আবার নতুন বই দেন। সংগঠনটি ২০২৩ সালে ০৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও এর যাত্রা শুরু হলো।
পাঠক অনুভূতি জানাতে গিয়ে নুসরাত ইভা বলেন, বই-বিহঙ্গ একটি সামাজিক সংগঠন। আমরা বই নিয়ে আবার ফেরত দেওয়ার যে ব্যাপারটা, যে বইটা আপনি পড়েছেন হয়তো আমি পড়িনি। একটি পাঠচক্রের মাধ্যমে হলে যে জ্ঞানটা আমি নিতে পারলাম ঐ জ্ঞানটা অন্য জন নিতে পারলো।
বই-বিহঙ্গের কুবি প্রতিনিধি আতিকুর রহমান বলেন, বই বিহঙ্গ একটি সামাজিক সংগঠন। যেখানে পাঠকরা বিনামূল্যে বই পড়তে পারে। ইন্টারনেটের আধিপত্য কারণে আমাদের বই পড়ার অভ্যাস কমে গিয়েছে। আমি মনে করি বই- বিহঙ্গ আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। বই-বিহঙ্গ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভাবে আমরা ৬০ জন নিয়ে শুরু করেছি। পাঠকদের চাহিদা অনুযায়ী বইয়ের সংখ্যা ও সদস্য সংখ্যা বাড়ানো হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স