তানোরে শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার গুনগতমান শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১২-১৮ ২৩:০০:২৮
তানোরে শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার গুনগতমান শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
দেলোয়ার হোসেন সোহেল পৌর প্রতিনিধি :
রাজশাহী তানোর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার গুণগতমান উন্নত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি মাসের ১৮ ডিসেম্বর (বুধবার) ১১:৩০ ঘটিকায় উপজেলা হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলির সভাপতিত্ব ও সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য (অব:)মেজর জেনারেল শরিফ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার সিদ্দিকুর রহমান। তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখারুজ্জামান হান্নান। সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন। সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। সাবেক উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক হজরত আলী। তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম মোল্লা। গোদাগাড়ী পৌর যুবদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর বিপ্লব। পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মজিবর রহমান। সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহাম্মেদ। সাবেক কৃষকদলের আহ্বায়ক আব্দুর রশিদ। সাবেক ছাত্রদলের সভাপতি ও কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক। মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা। মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ।
তানোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক। তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন, পৌর সেচ্ছাসেবক দলের নেতা মাহাবুরসহ উপজেলরা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স