ব্রাহ্মণপাড়ায় পিকআপের চাপায় এক বৃদ্ধার মৃত্যু
আপডেট সময় :
২০২৪-১২-১৮ ২১:১১:৩৮
ব্রাহ্মণপাড়ায় পিকআপের চাপায় এক বৃদ্ধার মৃত্যু
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের দেউস এলাকায় পিকআপের চাপায় রৌশনা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রৌশনারা খাতুন তার নিজ বাড়ি থেকে বুধবার (১৮ ডিসেম্বর) মেয়ের বাড়িতে যাওয়ায় পথে রাস্তায় উল্টো দিক থেকে আসা বেপরোয়া পিকআপ ভ্যান বৃদ্ধাকে রাস্তায় চাপা দেয়। সাথে সাথে এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ রৌশনাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যু রৌশনা খাতুন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রামের মৃত্যু সাজন আলীর স্ত্রী।
এ ব্যপারে মৃত্যু রৌশনা খাতুন এর নাতি শামীম আহমেদ জানান, আমার দাদী আমাদের বাড়ি থেকে একই এলাকার তার মেয়ের বাড়িতে যাওয়ায় পথে রাস্তায় উল্টো দিক থেকে আশা পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে আমার দাদি মারা যায়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, রৌশনা নামে এক বৃদ্ধার পিকআপের চাপায় গুরুতর আহত অবস্থায় স্বজনরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স