গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা
আপডেট সময় :
২০২৪-১২-১৮ ১৯:১০:১৭
গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ এর পদন্নোতিজনিত বদলীতে বুধবার (১৮ডিসেম্বর) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিল্পকলা একাডেমি, স্বেচ্ছসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, শুভ সংঘ, স্বজন সমাবেশ এর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুরের ইউএনও মো. শাকিল আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, সাংবাদিক মো. রইছ উদ্দিন, রাকিবুল ইসলাম, ওবায়দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান দূর্জয়।
শুভ সংঘ এর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও মো. শাকিল আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, সাংবাদিক মো. রইছ উদ্দিন, রাকিবুল ইসলাম, ওবায়দুর রহমান, বোরহান উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স