ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বনপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-১৬ ১৫:৩৯:১৯
মহান বিজয় দিবস উপলক্ষে বনপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বনপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
দীর্ঘদিন পরে বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শাখার উদ্যোগে (সোমবার ১৬ই ডিসেম্বর উপলক্ষে  সকাল১০ টায় বনপাড়া বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি নাটোর জেলা শাখা সহঃ সাধারণ সম্পাদক, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা আমির অধ্যাপক মাওঃ হাবিবুর রহমান, এছাড়া আরো উপজেলা নায়েবে আমির সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল, বড়াইগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লা আল আউয়াল মমিন, বনপাড়া পৌর আমির মহিউদ্দিন, বনপাড়া পৌর সেক্রেটারি গিয়াস উদ্দিন মনির, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে না। আওয়ামীলীগ শাসনের আমলে আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা এখন পর্যন্ত কাউকে কিছু বলিনাই,  নেতা কর্মীদের বলেন আপনার প্রতিবেশী যেন আপনার কথায় কোন কষ্ট না পায় সেটা বজায় রাখবেন। সমস্ত অন্যায় থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি।



 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ