ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় শিক্ষা ও অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত 


আপডেট সময় : ২০২৪-১২-১৮ ১৩:১৯:৪৮
মঠবাড়িয়ায় শিক্ষা ও অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত  মঠবাড়িয়ায় শিক্ষা ও অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত 



 মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বেসরকারি সংগঠন রূপান্তরের উদ্যোগে "সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলের পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন" প্রকল্পের অধীনে শিক্ষা ও অভিজ্ঞতা ভাগাভাগি বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

 সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা রূপান্তরের আহ্বায়ক রাসেল রায়হান।

প্রকল্পের মূল লক্ষ্য ছিল সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্থানীয় সরকারকে একত্রিত করে সুন্দরবন ইমপ্যাক্ট জোনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত সকালে করা। 


 অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা সুরেশ কুমার ও বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন অফিসার তারিকুল ইসলাম। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী, কাঠ সংগ্রহকারী, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এবং মঠবাড়িয়া উপজেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, শাহাদাত ফরাজী প্রমুখ।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ