ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন
আপডেট সময় :
২০২৪-১২-১৭ ২২:০৩:৪৩
ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন
শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি:
আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মহান বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা। আবহমানকাল ধরে মানুষের বিনোদনের খোরাক যুগিয়েছে এই লাঠিখেলা। কিন্তু কালের বির্বতনে মানুষ ভুলতে বসেছে এই লাঠিখেলা।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় ধনবাড়ী উপজেলা চত্বরে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা । নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের।
ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, গ্রামীণ খেলাধুলা কমে যাওয়ায় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ত ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে।
খেলোয়াররা জানান, ঐতিহ্যকে ধরে রাখতে তারা এখনও টিকিয়ে রেখেছেন লাঠিখেলা। বংশ পরস্পর তারা লাঠিখেলায় অংশ নেন। এধরণের আয়োজনে লাঠিখেলার খেলোয়াররা খুবই আনন্দিত এবং আরো আয়োজনের প্রত্যাশা করেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স