সুনামগঞ্জের সুরমা নদীতে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক
আপডেট সময় :
২০২৪-১২-১৭ ১৭:০৪:১৩
সুনামগঞ্জের সুরমা নদীতে বিজিবি”র অভিযানে দেড়কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক
মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে ২৮ বর্ডার গার্ড (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদর্যা। যার বর্তমান বাজার মূল্যে আনুমানিক দেড়কোটি টাকার উপরে হবে।
সোমবার বিকেলে সদর উপজেলার পশ্চিম হাজীপাড়ার সংলগ্ন সুরমা নদীতে একটি স্ট্রীলবডি নৌকায় করে সীমান্তবর্তী ভারত থেকে চোরাইপথে এসব পণ্য অন্যত্র পাচারের উদ্দেশ্যে সুরমা নদীতে আসার পরপরই বিজিব”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন। আটককৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি,ত্রি-পিস,প্যান্ট,পাজামা,কম্বল ও থানকাপড়।
বর্ডার গার্ড বিজিরি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় বিজিবির সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিব”র সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসমাইলসহ প্রমুখ। আটককৃত বিপুল পরিমান পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবির সদস্যরা সীমান্তের অতন্ত্র প্রহরী হলেও যেকোন ধরনের অপতৎপরা রোধের পাশাপাশি অবৈধ পন্যসহ চোরাচালানী কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স