পেকুয়ায় যুবদলের বিজয় মিছিলে নেতাকর্মীর ঢল
আপডেট সময় :
২০২৪-১২-১৭ ১৬:৩৩:০০
পেকুয়ায় যুবদলের বিজয় মিছিলে নেতাকর্মীর ঢল
মোঃ আজিজুল হক, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের সার্বিক নির্দেশনায় আয়োজিত বিজয় মিছিলে পেকুয়া উপজেলা যুবদলের বিভিন্নস্থরের নেতাকর্মীর ঢল নামে।
বিজয় মিছিলটি ১৬ ডিসেম্বর সকালে পেকুয়া সিকদার পাড়া থেকে শুরু হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে এতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদজামানের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও মগনামা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আমরা মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজ আমাদের দ্বিতীয় স্বাধীনতার প্রথম বিজয়ের দিন, এই বিজয়ের সুফল সবার কাছে পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর। তারা আরো বলেন, পেকুয়া উপজেলা যুবদল সবসময় কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল এবং আছে। পেকুয়া উপজেলা যুবদল আজীবন সালাহউদ্দিন আহমদের আদর্শকে বাস্তবায়ন করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা যুবদলের সহসভাপতি নুরুল হোছাইন, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ এমইউপি, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক শওকত, সহ-সাংগঠনিক শোয়াইব, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, সহ দপ্তর সম্পাদক রিয়াদ, প্রচার সম্পাদক আজম ইকবাল, মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক জাকের হোছাইন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের নেতাদের মাঝে শিলখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আবু তাহের ফরহাদ, মগনামা ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ মোশারফ, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মগনামা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্বাস, সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, সদর পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক কাইছারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য কামাল,বাচ্চু, ফজল, রবি আলম, নুরুন্নবী, আজিম, আব্বাসউদ্দিন, আশফাক, আবু তাহের, নবাব শরীফ, জয়নাল আবেদীন, আবুল কাশেমসহ কয়েক হাজার নেতাকর্মী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স