রাজশাহী মহানগরীতে ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত
আপডেট সময় :
২০২৪-১২-১৭ ১৫:০১:২৪
রাজশাহী মহানগরীতে ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। শনিবার নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসব পালিত হয়। উৎসবে সভাপতিত্ব করেন চাকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি। অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতিগোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এ উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচতে থাকেন। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা। পূরুষ ও নারীরা দুটি আলাদা সারি করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে।
প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ-গান ও সুরের মূর্ছনায় উৎসব-আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স