ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্জ্বালন


আপডেট সময় : ২০২৪-১২-১৭ ১৪:৪৫:৪৩
শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্জ্বালন শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্জ্বালন



ওবায়দুর রহমান, গৌরীপুর  (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্জ্বালন শহীদের স্মরণ করেছে যুবদল নেতা-কর্মীরা।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবদলের নেতা-কর্মীরা বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদদের  স্মরণ করেন।

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের  নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে  পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যতিক,  সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, বাহালুল মুন্সী, আব্দুল হান্নান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, মুকছেদুল মোমেন, মুস্তাকিম বাবুম আলাদিন মোল্লা, মামুন হাসান, আনিসুর রহমান সজীব, বিজয় বাউই, তৈমুর খান, স্বাদ খান প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ