বিজয় দিবস নানা আয়োজনে পালন করল জামায়াত ইসলামী
বিজয় দিবস নানা আয়োজনে পালন করল জামায়াত ইসলামী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াত ইসলামী নানা আয়োজনে সোমবার সারা দেশে মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে সোমবার মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দোয়া মাহফিল, র্যালি ও আলোচনা সভা করেছে সারাদেশে।
জেলা প্রতিনিধিরা জানান
টাঙ্গাইলে র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর নায়েবে আমির মাওলানা খন্দকার আব্দুর রহিম।
পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ বিজয় র্যালি করেছে জামায়াত। সভায় বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ। চাঁপাইনবাবগঞ্জে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি মাওলানা আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম প্রমুখ।
মির্জাপুরে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার ও উপজেলা আমির ইয়াহ ইয়াহ খান মারুফ। পীরগাছায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন। চিলমারীতে সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল জলিল সরকার।
উপজেলা আমির অধ্যাপক নূর আলম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি কারী আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক হযরত আলী। দেওয়ানগঞ্জে আমির অধ্যক্ষ মাহাবুবুর রহমান তালুকদারের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. নাজমুল হক সাইদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন। ফুলপুরে র্যালিতে আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি জাকির হোসেন, জামায়াত নেতা আব্দুল হালিম, সিরাজুল ইসলাম।
রাজশাহীতে সভায় সভাপতিত্ব করেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী। মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদত্ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।
ফরিদপুরে জামায়াতের পৌর শাখার সভাপতি ড. এহসানুল মাহাবুব রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবদূত তাওয়াব, জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, নায়বে আমির মো. ইমতিয়াজউদ্দিন আহমেদ, সদর আমির মো. জসিম উদ্দিন আহমেদ, নায়বে আমির মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. শহীদুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএ আবুল বাশার, শিবিরের সভাপতি মো. জিহাদুল ইসলাম।
গোমস্তাপুরে র্যালিতে নেতৃত্ব দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. মু. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান, জেলা (পূর্ব) ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স