বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস
আপডেট সময় :
২০২৪-১২-১৬ ২১:০৫:০৮
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২
হেলাল উদ্দীন (মিঞাজী),নাইক্ষ্যংছড়ি বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশানের চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।
সকাল ৬টা ৩৫ মিনিট এর সময়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুরুল হক,সহকারী কশিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু, থানা'র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক এবং উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, আনসার, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস স্টেশন, হাজী এম এ ডিগ্রি কলেজ, ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৭টা ১৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসহারুরুল হক ও ওসি (তদন্ত) আমজাদ হোসেন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার সময়ে অফিসার্স ক্লাবে হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াে হয়। বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্য।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলাজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স