মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী
আপডেট সময় :
২০২৪-১২-১৬ ১৯:০৯:৫২
মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী
মহান বিজয় দিবসে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বাগেরহাট চক্ষু হাসপাতালে দিন ব্যাপী এ চিকিৎসা প্রদান করেন ভীষণ বাংলাদেশ হেলথ এডুকেশন সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থা। এসময় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের সাথে ওষুধ ও চশমা দেওয়া হয়।
মোড়লগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা শেখ মাহফুজ আহমেদ বলেন, বিনামূল্যে সেবা নিতে পেরেছি। ডাক্তাররা চোখের পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ ও চশমা দিয়েছে। কোনো টাকা-পয়সা লাগে নাই।
চিকিৎসা নিতে আসা রোগী মরিয়ম বেগম বলেন, আমার ছানি অপারেশন করাতে হবে বলেছে, আজকে সবকিছু লিখে নিল, পরে বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেবে বলেছে।
বাগেরহাট চক্ষু হাসপাতালের সহকারী চিকিৎসক মোঃ এনামুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট চক্ষু হাসপাতালে ভিশন বাংলাদেশ হেলথ এ্যান্ড এডুকেশন সোসাইটির আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স