ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন


আপডেট সময় : ২০২৪-১২-১৬ ১৮:৪৯:২১
শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন



'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক'

মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনা দিয়ে এদেশের মুক্তিকামী জনতার কাঁধে কাঁধ মিলিয়ে রনাঙ্গণে যুদ্ধ করেছিলেন। ১৫ ডিসেম্বর কর্নেল জিয়ার নেতৃত্বাধীন জেড ফোর্স যুদ্ধ করে সিলেটকে মুক্ত করেছিল। বিগত ১৫ বছর দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে, নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিক্ষা দেয়া হয়েছে।

প্রকৃত পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। বিগত ১৫ বছর থেকে এক ব্যাক্তিকে সব কিছুর কৃতিত্ব দিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল অবদানকে অস্বীকার করা হয়েছে।

এখন সময় এসেছে সঠিক ইতিহাস জানার ও জানানোর। শহীদর রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে আমরা হয়তোবা গোলামীর জিঞ্জির থেকে মুক্তি পেতাম না।

এসময় সিলেট জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আশরাফ আলী, রহিম মল্লিক ও হাকীম আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, আবুল কাশেম, এডভোকেট সাঈদ আহমদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ