ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার 

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৪-১২-১৫ ২১:১৬:৫৬
পিরোজপুরে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার  পিরোজপুরে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার 



বিশেষ প্রতিনিধি : 

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার ( ১৫ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরান শরিফ ও শীতবস্ত্র বিতরন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।


পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ