ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৪-১২-১৫ ২১:১৪:৩৭
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার





বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।


শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার কৃতরা  হলেন-  উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫) তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০) কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি। 


নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায়  বিএন‌পির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘড় পোরানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ওই পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ