রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মী সহ গ্রেফতার - ১১
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মী সহ গ্রেফতার - ১১
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ কর্মী-সহ বিভিন্ন অপরাধে ১১জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: ছাত্রলীগ কর্মী মোঃ শরিফ উদ্দিন(২৭), সে মহানগরীর পবা থানার মান্ডিয়া গ্রামের মোঃ আছের আলীর ছেলে ও মোঃ স্বাধীন (২৩), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩জন, অন্যান্য অপরাধে ২জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স