হিজলায় প্রায় ২ কেজি গাজা সহ আটক ৪
আপডেট সময় :
২০২৪-১২-১৫ ০০:৫৮:০৯
হিজলায় প্রায় ২ কেজি গাজা সহ আটক ৪
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় প্রায় ২ কেজি গাজা সহ হাতেনাতে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত ৪ গাজা ব্যবসায়ীদের নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই ইয়াদুল, আরাফাত, শামীম, এ এস আই সুজন সহ পুলিশের দুইটি চৌকস টিম উপজেলা শ্রীপুর গ্রামের আলমগীর সরদার (৪০), মনির হোসেন হাওলাদার (৪৫), ইয়াছিন সরদার (৪০) সহ হিজলা গৌরবদী ইউনিয়নের খৈলা গ্রামে সোহাগ সিকদার (২৪) নামে এক জনকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা র্দীঘদিন এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করে আসছিল। গতকাল গভীর রাতে বাড়িতে বসে মাদক প্যাকিং করা অবস্থায় আটক করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে। গতকাল রাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স