ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় জলবায়ু ক্ষয়ক্ষতির হিস্যার দাবীতে মানববন্ধন 


আপডেট সময় : ২০২৪-১২-১৫ ০০:৩৬:২৬
কয়রায় জলবায়ু ক্ষয়ক্ষতির হিস্যার দাবীতে মানববন্ধন  কয়রায় জলবায়ু ক্ষয়ক্ষতির হিস্যার দাবীতে মানববন্ধন 



শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি 
খুলনার কয়রায় জলবায়ু ক্ষয়ক্ষতির হিস্যার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে হেলভেটাস বাংলাদেশ এর সহযোগীতায় এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র ডরপ এর বাস্তবায়নে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান। একই সাথে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ডরপ Access Program - আই ওয়াশ প্রকল্পের অ্যাডভোকেসি এন্ড নেটওয়ারকিং অফিসার মোঃ আল জাবেদ সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইন, অপূর্ব রায় পবিত্র, মশিউর রহমান, সুমাইয়া আক্তার, সুফিয়া আক্তার এবং ডরপ ইভলপ প্রকল্পের হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা মা সংসদের ডেপুটি স্পীকার সপ্না রানী মন্ডল, উপজেলা যুব গ্রুপের সভাপতি আল আমিন ফরহাদ, উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সদস্য মোঃ মনিরুজ্জামান, যুব গ্রুপের সেক্রেটারি মোঃ আশিকুজ্জামান। এ ছাড়া কয়রা উপজেলার সর্বস্থরের জনগণ উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ