নাটোরের লালপুরে মুদির দোকানিকে কুপিয়ে হত্যা।
আপডেট সময় :
২০২৪-১২-১৫ ০০:২৮:৩৩
নাটোরের লালপুরে মুদির দোকানিকে কুপিয়ে হত্যা।
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে মধ্যরাতে বাড়ির সামনে মুদি দোকানি সাইফুল ইসলাম (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার এবি ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একই এলাকার এবাদ মুন্সির ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি সংবাদ কর্মীদের জানান, সাইফুল পেশায় মুদি দোকানি৷ শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই ঘটনা তদন্ত করে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান সংবাদ কর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স