সরকার পতনের পরে টুঙ্গিপাড়া অবৈধভাবে জমি দখলের অভিযোগ
আপডেট সময় :
২০২৪-১২-১৪ ২১:৫৩:৩১
সরকার পতনের পরে টুঙ্গিপাড়া অবৈধভাবে জমি দখলের অভিযোগ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের আইয়ুব আলী শেখ এর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। গত ৫ই আগষ্ট এর পর উপজেলার পাঁচকাহনীয়া মৌজার ২৫নং খতিয়ানের ১১৩নং দাগের ৫২ শতক জমির ১৬ শতক দখল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জমির মালিক উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের মৃত. লায়েক আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা এবং তার চাচা ফায়েক আলী মোল্লা সরেজমিনে দেখা যায় ৫২ শতক জমির দক্ষিন পাশে লম্বা করে প্রায় ১৬ শতক জমিতে বালু ভরাট করে একটি আধাঁপাকা ঘরের কাজ চলছে।
বিষয়টি জানতে চাইলে প্রতিবেশী দ্বীন মোহাম্মাদ বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি এই জমি মোস্তাইন মোল্লা ও তার পরিবার ভোগ দখল করে আসছে। হঠাৎ করে সরকার পতনের পর আইয়ুব আলী শেখ তাড়াহুড়া করে বালু ভরাট করে ঘর নির্মানের কাজ শুরু করছে।
ধলু মোল্লা বলেন, এই জমির প্রকৃত মালিক মোস্তাইন মোল্লা ও তাদের শরিকদের।
গজালিয়া গ্রামের কবির সরদার বলেন, এটি আমার নানা বাড়ী আমি ছোট বেলা থেকে দেখে আসছি এই জমি তাদের দখলে হঠাৎ করে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে আইয়ুব মোল্লা। এলাকার শালিশ বিচার তারা মানে না।
ফায়েক আলী মোল্লা বলেন, আমি চিকিৎসার জন্য দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। আর আমার ভাতিজা মোস্তাইন মোল্লা কাজের জন্য বাড়ির বাহিরে ছিলো। এই জমির উপরে আমাদের প্রায় ২০টি চারা গাছ কেটে বালু ভরাট করে আইয়ুব আলী শেখ দখল নিয়েছে। বাড়ীতে শুধু মহিলারা ছিলো। তারা বাধা দিতে গেলে আইয়ুব আলী শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল নিয়েছে।
মৃত. লায়েক আলী মোল্লার স্ত্রী নূর জাহান বেগম বলেন, আমি বাধা দিতে গেলে আমাকে জীবন নাশের হুমকি দেয় পরে আমি টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। পুলিশ ও এসেছিলো তাদেরকেও মানে আইয়ুব আলী শেখ।
বিষয়টি নিয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই আলাউদ্দিনের সাথে কথা বললে, তিনি জানান, দুই পক্ষকে আমরা থানায় ডেকেছিলাম। বিরোধী পক্ষ আইয়ুব আলী শেখ কোন কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। সঙ্গে তার ভাগ্নে সাইদুল শেখ, বিষয়টি নিয়ে বিভিন্ন হুমকি ধুমকি মূলক কথা বলেন।
জমি দখলের বিষয় নিয়ে দখলদার আইয়ুব আলী শেখ এর সাথে কথা বললে তিনি বলেন, এই জমি আমার দলিলের জমি আমি আরো ৪০ বছর পূর্বে থেকে দখলে আছি। তবে তিনি কোন কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। জমির মালিক মোস্তাইন মোল্লা বলেন ক্ষমতার বলে আইয়ুব আলী শেখ, আমাদের জায়গা দখল করে নিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স