ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন দিন - ফয়সল আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-১৪ ০১:৩৭:৫৯
প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন দিন - ফয়সল আহমদ চৌধুরী ​​​​​​​সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা ও ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদারের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিলেট- ৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী


নিজস্ব প্রতিবেদক
প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন দিন - ফয়সল আহমদ চৌধুরী সিলেট- ৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। দেশের মানুষ অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তাই ছত্র- জনতার মিলিত শক্তি তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে।

তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা বিত্তবানদের দায়িত্ব। পরস্পরের সহযোগীতা সমাজ দরিদ্র মুক্ত হয় দেশ এগিয়ে যায়। এবার একটু দেরীতে হলেও শীত জাকিয়ে বসেছে। সময় এখন শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দঁড়ানো। তিনি বলেন, আশার কথা, সিলেট মহনগর ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদার এ ব্যাপারে এগিয়ে এসেছেন। অন্যান্য সামর্থ্যবানরাও এগিয়ে আসবেন বলেই আমার প্রত্যাশা।

তিনি আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা ও ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদারের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযেগী সংগঠন সমুহের আয়োজনে এ উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

তিনি তার বক্তব্যে বলেন, এই শীতে অসহায় মানুষের পাশে জাতীয়তাবাদী ঘরানার সামর্থ্যবান নেতাকর্মীসহ প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট মহানগর বিএনপির রেশন বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, কৃষি বিষয়ক সম্পাদক এম এ মালেক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সদস্য সচিব সালাউদ্দিন, যুবদল নেতা রাজু আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, বিএনপি নেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, প্রমুখ। বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের সঞ্চালনায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলে বাঘা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ