ভৈরব স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে পাবেল- মাসুদ
আপডেট সময় :
২০২৪-১২-১৪ ০১:১৩:২৭
ভৈরব স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে পাবেল- মাসুদ
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভৈরব স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
কমিটিতে সভাপতি হিসেবে আছেন মার্কেটিং বিভাগের পাবেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন গণিত বিভাগের মাসুদ রানা।
এছাড়া, সহ সভাপতি হিসেবে আছেন বাংলা বিভাগের মো. আকরাম হোসেন, আইসিটি বিভাগের মো. শাহানশাহ, পদার্থবিজ্ঞান বিভাগের শিরিন আক্তার মারিয়া এবং ফার্মেসী বিভাগের শায়লা আক্তার মিতু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আইন বিভাগের জান্নাতুল ফেরদৌস রিয়া এবং গণিত বিভাগের জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সাউদা হক শৈলী এবং সাদিয়া জাহান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন ফাহিমা সুলতানা রাতুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আছেন বিশাল কর, অর্থ সম্পাদক হিসেবে আছেন মো. ইয়াসিন মিয়া এবং উপ অর্থ সম্পাদক হিসেবে আছেন আদ্রিতা জাহান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আফরিন অথৈ, ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন শহীদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন শিমলা আক্তার এবং উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ভাবনা ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হাজেরা আক্তার মুক্তা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মো. মাহবুব মিয়া, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ইসরাত জাহান সাদিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন উর্মি আক্তার এবং কর্মসূচী প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে আছেন শান্তা বেগম।
কমিটির বিষয়ে সভাপতি পাবেল রানা বলেন, ২৪-শের গণ-অভ্যুত্থানের স্পৃহা এবং রেশ এখনো হৃদয় গহ্বরে জাগ্রত। এরই মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুকে, বন্দরনগরী ভৈরবের নতুন কমিটির দায়িত্ব নেয়া সত্যি আনন্দের; একই সাথে জীবনের দায়বদ্ধতার অংশ। আমার কাঁধে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ প্রচেষ্টা করবো। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমাদের চেষ্টা থাকবে ‘ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেরা আঞ্চলিক সংগঠনে রূপান্তর করার।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স