ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ১২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ


আপডেট সময় : ২০২৪-১২-১৪ ০০:৫২:৩০
ব্রাহ্মণপাড়ায় ১২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় ১২ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ



মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন, মেইন পিলার ২০৫৯/২ এস হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।



অভিযানে অবৈধ ভারতীয় বাসমতি চাউল ১২০ কেজি, কালার কালেকশন বাজি ৬৫০ পিচ, টেমপল রান বাজী ১৬ বক্স, সুপ্রিম বিগ বাজি ৫৯০ বক্স, জনশন বেবি লোশন ৭২ পিচ, ফেন্সি চকলেট বাজি ৪,০৩২ পিচ, ওয়াও স্টার ডান্স বাজি ৩০ বক্স, ফুসকা ১০ প্যাক জব্দ করা হয়। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির একটি দল উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ