ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি গবেষণা সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আপডেট সময় : ২০২৪-১২-১৪ ০০:৪২:৫৯
রাবি গবেষণা সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাবি গবেষণা সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গবেষণা সংসদ (আরইউআরএস) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৫ নম্বর রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে 'গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় কী, কেন, কীভাবে' শীর্ষক সেমিনার পরিচালনা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিবুল হাসান। তিনি বলেন, গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হলো এমন প্রতিষ্ঠান, যেখানে উচ্চশিক্ষা ও গবেষণার মধ্যে সমন্বয় থাকে। এতে আধুনিক ল্যাব, গবেষণা কেন্দ্র, লাইব্রেরি, তহবিল, দক্ষ শিক্ষক এবং গবেষণার পরিবেশ থাকে। এই ধরনের বিশ্ববিদ্যালয় জাতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে এবং নতুন কর্মক্ষেত্র ও জ্ঞান সৃষ্টিতে সহায়তা করে। এটি কেবল সনদপত্র প্রদানে সীমাবদ্ধ নয় বরং ভবিষ্যতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দিন খান জানান, গবেষণার মাধ্যমে প্রতিটি মানুষের চিন্তাধারার ভিন্নতা প্রকাশ পায়। আরইউআরএস একটি নতুন গবেষণা ধারা উন্মোচন করছে, যা আমাদের জ্ঞান-বিজ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। তবে আমাদের দেশে গবেষণার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য সামাজিক সংগঠনগুলোর মূখ্য ভূমিকা রাখে। রিসার্চে এবং উচ্চশিক্ষায় আরইউআরএস ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখছি।

মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে আরইউআরএস এর মডারেটর প্রফেসর ড. ইমতিয়াজ হাসান, প্রফেসর ড. হাবিবুর রহমান, সংগঠনটির কার্যনির্বাহী সদস্যসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (RURS) শিক্ষার্থীদের পরিচালিত একটি সংগঠন। এটি গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নকে লক্ষ্য করে ২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ