রাজশাহী মহানগরীরতে ওয়াকার্স পার্টি ও আ’লীগ নেতা সহ গ্রেফতার ২৬
রাজশাহী মহানগরীরতে ওয়াকার্স পার্টি ও আ’লীগ নেতা সহ গ্রেফতার ২৬
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকন্ডে আ’লীগ নেতা সহ বিভিন্ন অপরাধের ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এতথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলাউদ্দিন (৩৫), তিনি রাজশাহী ওয়াকার্স পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের মোঃ ওয়াহাবের ছেলে, মোঃ বজলুর সরকার (৫২), তিনি নওহাটা পৌরসভার আওয়ামীলীগের কর্মী বজলুর সরকার এয়ায়পোর্ট থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক (৬২), তিনি পবা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক একই থানার বাড়ইপাড়া গ্রামের মৃত আসমত মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স