চট্টগ্রামে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ!
আপডেট সময় :
২০২৪-১২-১৩ ০০:৫১:০৩
চট্টগ্রামে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ!
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৩ স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। গত বুধবার একই দিনে নিখোঁজ হন ২ স্কুল ছাত্রী। তারা দু’জনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও এর আগে নিখোঁজ হন ৯ম শ্রেণির আরো এক স্কুল শিক্ষার্থী (ছাত্রী)। নিখোঁজকৃতদের মধ্যে একজন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ৷ তার নাম সানজিদা ইসলাম (১৪)।
তার ভাই স্বজনরা জানান, আমার বোন বুধবার সকাল ৯ টায় ফটিকছড়ি স্কুলে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোনভাবে নিখোঁজ হয়। তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তারা। একইভাবে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় অপরজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিহা (১৪)। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নিখোঁজ হয়েছে কিংবা অপহরণ হয়েছে মর্মে পোস্ট দেয়া হয়েছে।
সানজিদা ইসলামের বাবা ও নিহার চাচা আজ বৃহস্পতিবার সকালে জানান, এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীকে লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও গত ৫ ডিসেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন নবম শ্রেণির শিক্ষার্থী নুরহাবা আক্তার নিশু (১৫)।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের শিক্ষক পেয়ার আহমেদ আফিফ বলেন, গত ৫ ডিসেম্বর বাড়ি থেকে হেয়াকো গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিলুল ইসলাম বলেন, আমরা থানায় ২জন শিক্ষার্থী নিখোঁজের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। ফটিকছড়িতে সম্প্রতি একের পর এক নিখোঁজ হচ্ছে স্কুল শিক্ষার্থী ছাত্রীরা। এ খবর জানাজানি হলে উপজেলার সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। সন্ধান না পাওয়া কিশোরীদের পরিবারের লোকজন দিশেহারা। পাশাপাশি ফটিকছড়ির প্রায় সকল অভিভাবকই দিন কাটাচ্ছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স