ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৪-১২-১৩ ০০:৪৬:১৩
রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সিরোইল কলোনী কানারমোড় পশ্চিমপাড়া এলাকার ডাঃ কালামের একমাত্র ছেলে মুজাহিদ ইসলাম অভ্র (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজ মেট্রো ট ১১-০০৫০ নম্বর সংবলিত একটি ট্রাককে পাশকাটিয়ে যাওয়ার সময় যুবক অভ্র মোটরসাইকেল থেকে পড়ে যায়। ওই সময় তার তার পাশ দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রাকের ভেতর ঢুকে যায়। ফলে ট্রাকের চাকা তার শরীরের মাঝস্থান দিয়ে উঠে যায়। এতে যবকের নাড়ী-ভুড়ি বেরিয়ে ঘটনাস্থলাই মারা যায়। পরে ট্রাকটিকে ধাওয়া দিয়ে আটক করে জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক এবং যুবকের লাশ চন্দ্রীমা থানায় ছিল।

মহানগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক নিহত যুবকের মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে নিয়ত যুবকের করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য যে, মোটরসাইকেলটিতে হেডলাইটের পরিবর্তে শয়তানের মুখোশ লাগানো ছিল। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ