ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-১৩ ০০:৩৬:৫১
বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 




এম মনির চৌধুরী রানা 

প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং আসন্ন নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  সকালে বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজের হলরুমে অধ্যক্ষ এন,এম ফখরুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

প্রভাষক মো: মিজানুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জামাল উদ্দিন হোসাইন ও সহকারী অধ‍্যাপক সালমা বেগম। এ সময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন  অভিভাবক ডা: মো: আবছার উদ্দিন ও জাহানারা বেগম। অত্র কলেজের অধ্যক্ষ এন,এম,ফখরুদ্দীন প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনাপূর্বক শিক্ষার্থীবৃন্দ ও উপস্থিত অভিভাবকমন্ডলীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এন,এম ফখরুদ্দীন বলেন, দ্বাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ পরিকল্পনা ভিত্তিক নিয়মিত ক্লাসের পাশাপাশি লেকচারশীট ও হ্যান্ডনোট সরবরাহসহ বেশকিছু স্পেশাল কিয়ারিং কার্যক্রম চলমান। ক্লাসে অনেক যত্ন সহকারে  নিয়মিত পাঠদান চলে অথচ অনেক শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় পরীক্ষার সময় ফলাফল খারাপ হচ্ছে। তিনি প্রাক্ নির্বাচনি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন‍্য শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতিকে মূল কারণ হিসাবে অবহিত করেন এবং আসন্ন নির্বাচনি পরীক্ষার যথাযথ প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নের৷  জন্য তিনি একটি রোডম্যাপ প্রদান করেন। ক্লাসে উপস্থিতি ও লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই ত্রিমুখী প্রচেষ্টার উপর তিনি জোর দেন। 

সভাপতির বক্তবের পর সকল বিভাগের অধ্যাপক মন্ডলী উপস্থিত থেকে গ্রুপ ভিত্তিক শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে ফলপ্রসূ কাউন্সিলিং কার্যক্রম সম্পন্ন করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ