ভোলায় কমিউনিটি চেঞ্জ এজেন্ট গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১২-১৩ ০০:২৯:৩৭
ভোলায় কমিউনিটি চেঞ্জ এজেন্ট গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি চেঞ্জ এজেন্ট গ্রুপ (সিসিএ) সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় দি আইন সহায়তা এ্যাকটিভিটি এর অর্থায়নে ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রূপান্তর এর আয়োজনে ভোলা সদর উপজেলা হল রুমে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের আইন সহায়তা কার্যক্রমের প্রজেক্ট অফিসার রুকু আক্তার এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভা পরিচালনা করেন রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুর-ই- আজম হায়দারী রাজা।
এই সময় উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজের গণ্যমান্য, সাংবাদিক প্রতিনিধি, প্রতিবন্ধী প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবীদের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মানবাধিকার কর্মী, এ্যাডভোকেট প্রতিনিধি সহ প্রায় সকল শ্রেনীর প্রতিনিধি সহ প্রায় ৪০ জন কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যরা ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স