ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ 

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-১৩ ০০:১৬:১১
ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ  ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ 


মোঃ অপু খান চৌধুরী।। 
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে ব্রাহ্মণপাড়া শশীদল ও সালদানদী বিপওি বিজিবি। 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লার জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া শশীদল ও সালদানদী ও অন্যান দায়িত্ব প্রাপ্ত জায়গা থেকে বিওপি কর্তৃক গতকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮,৮৮,৫৯০/- (আটত্রিশ লক্ষ আটাশি হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত নেহা মেহেদী ১৬০০ পিস, প্লেইং কার্ড ৩৭২ প্যাকেট, গ্রেইভ ওয়াটার ১৫০ বোতল, অলিভ ওয়েল ৭৭ পিসবাঁজি ১৩৫২৫ পিস, বডি লোশন ৫৩৪ পিস, ভ্যাজলিন ৫২২ পিস, মাছ ৬০০ কেজি, সাবান ১৮ পিস, চকলেট ১১০ প্যাকটে, চাউল ২৬২৫ কেজি, চুলের তেল ১৭০ পিস, চিনি ৬৫৫০ কেজি, ইয়াবা ট্যাবলেট ৩৪০ পিস এবং গাঁজা ৩০ কেজি।

এ ব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ