ভোলায় সুরভী-৮ লঞ্চ থেকে ১৯২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ
আপডেট সময় :
২০২৪-১২-১৩ ০০:১১:৩৫
ভোলায় সুরভী-৮ লঞ্চ থেকে ১৯২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ঢাকা থেকে ভোলা রুটে চলাচলকারী সুরভী-৮ লঞ্চ থেকে বাংলাদেশ পুলিশের ইলিশা পুলিশ ফাঁড়ির একটি টিম ১৯২ কেজি (প্রায় ৫ মন) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে। বুধবার (১১ডিসেম্বর) ভোলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নিকট জব্দকৃত পলিথিন গুলো হস্তান্তর কারেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাজিবুল ইসলাম ও তার টিম।
এ বিষয়ে ইনচার্জ মোঃ তাজিবুল ইসলাম বলেন, আমরা গত ৮ ডিসেম্বর’২৪ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আসা এম.ভি. সুরভী-৮ লঞ্চে একটি অভিযান পরিচালনা করি। রাত প্রায় সারে ৮ টা পর্যন্ত চলা অভিযানে লঞ্চের ডেক থেকে আমরা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ভর্তি দুটি বড় কার্টুন জব্দ করি। তখন অনেক খোঁজার পরও পলিথিনের দাবীদার কাউকে না পেয়ে কার্টুনগুলো ইলিশা পু্লিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখি। তথ্য টি আমরা পরিবেশ অধিদপ্তর কে জানাই। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলাম। হস্তান্তরকালে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া এর প্রধান সহকারী মোঃ মতিউর রহমান মুন্না ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স