ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-১৩ ০০:০০:২০
ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।


নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলার আদিতমারি থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। 

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ০৩.৩০ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন লালমনিরহাট-পাটগ্রাম পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ ০২ মাদক ব্যবসায়ী, ১। মোঃ তাসরিবুর সুলতান (২৪),পিতা-মোহাম্মদ সোলেমান, ২। মোঃ হেলাল উদ্দিন, পিতা-মৃত মোজাম্মেল, উভয় সাং-বারঘড়িয়া, থানা-আদিতমারি, জেলা-লালমনিহাটদ্বয়’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ