গোল্ডেন মাদার অ্যাওয়ার্ড প্রদান
গোল্ডেন মাদার অ্যাওয়ার্ড প্রদান
জন জীবন ঃঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে ৫ জন মা কে গোল্ডেন মাদার এওয়ার্ড প্রদান করা হয়। প্রাক -প্রাথমিক শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, শ্রেণিকার্য কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েদের এ পুরস্কার প্রদান করা হয়। নতুন এই উদ্ভাবনের ধারণাটি বিদ্যালয়ের চালু করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব সাজ্জাদ হোসেন। এর আগেও তিনি বিদ্যালয়ে আরো উদ্ভাবনী ধারনা চালু করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল -দুই টাকার ব্যাংক, স্বপ্ন দেখার কর্নার। তার মতে নতুন এই উদ্ভাবনী মাধ্যমে শিক্ষার্থীর মায়েরা শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আরো আগ্রহী হয়ে উঠবে, ঝরে পড়া বন্ধ হবে, শিক্ষার্থীরা বিদ্যালয় মুখী হবে এবং সর্বোপরি শিক্ষার্থীদের পড়াশোনার বিশেষ অবদান রাখবে। এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে শিক্ষার্থীর মায়েরা খুবই আনন্দিত হয় এবং তারা বলেন এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা আরো বেশি অনুপ্রাণিত হলাম। স্যারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। স্যার বিদ্যালয়ের অনেক পরিশ্রম করেন এবং তিনি বিভিন্ন বিষয় উদ্ভাবন করে পড়াশোনার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, সাজ্জাদ বিভিন্ন আইডিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে তৈরি করে। আমরা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি ।সে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সবার মন জয় করে নেয়। আমি তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স